ছিনতাইকারীর কোপে কাটা পড়লো পথচারীর ২ আঙুল
গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় এক পথচারীর হাতের দুটি আঙুল কেটে ফেলেছে ছিনতাইকারীরা।
শনিবার রাত ১০টার দিকে জয়দেবপুর চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক দ্য ডেইলি স্টারকে ঘটনা নিশ্চিত করে জানান, আহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে ওই যুবক জয়দেবপুর চৌরাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ধরে সড়ক ও জনপথ অফিসের পূর্ব পাশে অন্ধকার এলাকায় নিয়ে যায়। তার কাছ থেকে সর্বস্ব নেওয়ার সময় এলোপাথাড়ি কুপিয়ে আহত করে এবং পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি আবু সিদ্দিক বলেন, 'আহত যুবককে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা থেকে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পড়ে জানানো যাবে।'
Comments