চট্টগ্রাম বিমানবন্দরে ১.২২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

শাহ আমানত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১২২০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

আজ শুক্রবার সকালে সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।

আটক রফিকুল ইসলাম বকুলকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যাত্রীদের ব্যাগ স্ক্যানিং করার সময় ওই যাত্রীর ব্যাগে স্বর্ণের উপস্থিতি টের পাই। পরে তল্লাশি করে ৩২টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। যার ওজন ১২২০ গ্রাম।' 

জব্দকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

2h ago