বেনাপোলে হিজড়াকে হত্যা, আটক ১

স্টার অনলাইন গ্রাফিক্স

বেনাপোলের কাগজপুকুর গ্রামে রেশমা খাতুন (৩০) নামে এক হিজড়াকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে কাগজপুকুর গ্রামে প্রাইমারি স্কুলের পাশে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সকালে স্থানীয়রা স্কুলের পাশে কবরের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে রেশমার মরদেহ উদ্ধার করে।

রেশমাকে হত্যার অভিযোগে আটক ফারুক হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের হয়ে কাজ করতেন রেশমা। গতকাল রাতে চক্রটি রেশমাকে জবাই করে হত্যা করে তার মরদেহ স্কুলের পেছনে মাটিচাপা দেয়।

পুলিশ জানায়, রেশমা চোরাকারবারের পণ্য বেনাপোল থেকে যশোরে পৌঁছে দিতেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, রেশমার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, 'কে বা কারা রেশমাকে হত্যা করেছে তা জানতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।'

এএসপি নাভারন সার্কেল নিশাদ আল নাহিয়ান বলেন বলেন, 'হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও ৫-৬ জন জড়িত রয়েছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে।'

Comments