ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে আহত অন্তত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে একাধিক গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে কয়েক দফা এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ৩০টি বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার রাতে বিরাসার গ্রামের বাবুল মিয়া ও কাশেম মাস্টার গ্রুপের আলামিন এবং দুলাল আনসারী ও তাজ মোহাম্মদ ইয়াছিন গ্রুপের নুরুল্লাহ ও সুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে হাতাহাতিও হয়।
এর জেরে আজ মঙ্গলবার সকালে দুই গ্রুপের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উভয় গ্রুপ দেশীয় ধারালো অস্ত্রের পাশাপাশি রিভলবার ও ককটেল নিয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীয় নাটাই (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ ডেইলি স্টারকে বলেন, 'জুয়া খেলাকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আজকের সংঘর্ষে পুলিশসহ অনেকে আহত হয়েছেন।'
সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ সোহেলসহ ৪ পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, 'সংঘর্ষের ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে এবং ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করেছে।'
Comments