গাজীপুরে ৫ কারখানাকে জরিমানা
ফায়ার লাইসেন্স না থাকায় ও ফায়ার লাইসেন্সের শর্ত অমান্য করায় গাজীপুরের বিসিক কোনাবাড়ীর ৫ কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার বিকেলে এই কারখানাগুলোকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কারখানাগুলো হলো এ আর কে নিটিং লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ, এ্যাপারেল সোর্সিং, এস এম সোর্সিং (গোডাউন) ও এম এম নিটওয়্যার লিমিটেড।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ আর কে নিটিং লিমিটেডকে ১১ হাজার, আলিফ এন্টারপ্রাইজকে ১১হাজার, এস এম সোর্সিং লিমিটেডকে ১১ হাজার, কে আর কেমিক্যালকে ৬ হাজার এবং এমএম নিট ওয়্যার লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম, গাজীপুরেট ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাহেব আলী এ সময় উপস্থিত ছিলেন।
Comments