গম খেতে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা, সাবেক ইউপি সদস্যকে জরিমানা

অভিযুক্ত শাহজাহান মাদবরের গম খেতে মৃত ঘুঘু পাখি বেঁধে ঝুলিয়ে রাখা হয়। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে গম খেতে বিষ প্রয়োগ করে গত ৩ দিনে শতাধিক ঘুঘু পাখি হত্যার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। 

ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্যসিড্যা এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শাহজাহান মাদবর সিড্যা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

শুক্রবার স্থানীয় এক সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ওই খেতে মৃত ঘুঘু পড়ে থাকতে এবং বেঁধে ঝুলিয়ে রাখতে দেখেন।

তিনি জানান, ওই ইউপি সদস্য শতাধিক ঘুঘু হত্যা করলেও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে ১২টি মৃত পাখি পাওয়ার কথা জানায়।

এ ঘটনায় অভিযুক্ত শাহজাহান মাদবরকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করেছেন ডামুড্যা উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গম খেতের বীজতলায় বিষ প্রয়োগে ঘুঘু হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিড্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান মাদবরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বয়স বিবেচনায় তাকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। তবে তিনি বিষ প্রয়োগের কথা স্বীকার করেননি। যেহেতু মৃত পাখি তার জমিতে পাওয়া গেছে, তাই তাকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে তিনি মুচলেকা দিয়েছেন।' 

ওই খেতে আনুমানিক আশিটি মৃত ঘুঘু পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সাংবাদিক। ছবি: সংগৃহীত

কতগুলো ঘুঘু হত্যা করা হয়েছে? জানতে চাইলে ইউএনও বলেন, 'ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্তকে পাঠিয়েছিলাম। তিনি ঘটনাস্থলে ১২টি মৃত পাখি পেয়েছেন। তবে স্থানীয়ভাবে শুনেছি আনুমানিক ২০০ পাখি হত্যা করা হয়েছে। কিন্তু আমরা এর কোনো প্রমাণ পাইনি।' 

ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয় সাংবাদিক কালবেলার ভেদেরগঞ্জ উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় ডেইলি স্টারকে বলেন, 'আমি আজ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক আশিটি মৃত ঘুঘু পেয়েছি। বিষ প্রয়োগে এসব পাখিকে হত্যা করা হয়েছে। গত ৩ দিনে শতাধিক পাখি হত্যা করা হয়েছে।'

এ বিষয়ে শাহজাহান মাদবর ডেইলি স্টারকে বলেন, 'আমি ৩৫ শতাংশ জমিতে গমের বীজ বপন করেছিলাম। কয়েকদিন ধরে জমিতে ঘুঘু পাখিসহ বিভিন্ন পাখি এসে গম খেয়ে ফেলছিল ও বিনষ্ট করছিল। আমি কোনো বিষ প্রয়োগ করিনি। তবে অন্য কেউ আমার খেতে বিষ প্রয়োগ করেছি কি না জানি না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সজাগ থাকব।' 

Comments

The Daily Star  | English

High interest rates threaten SME jobs, stability

Banks charge SMEs interest rates ranging between 13 and 15 percent, among the highest across all sectors except services.

9h ago