নেত্রকোণা-৩: স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে নৌকা সমর্থকদের হামলা, নিহত ১
নেত্রকোণার আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে নৌকার সমর্থকদের হামলায় একজন নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত নুরুল আমীন উপজেলার দেওগাঁও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের আটপাড়া উপজেলার দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা প্রতীক ৪০৬ ভোট ও ট্রাক প্রতীক ২৭৩ ভোট পায়। ওই কেন্দ্রে অসীম কুমার উকিলের নৌকা প্রতীক বিজয় লাভ করলে সমর্থকরা বিজয় মিছিল করে। ট্রাক প্রতীকের সমর্থকদের দেখে নৌকার সমর্থকরা উস্কানিমূলক স্লোগান দেয়। নির্বাচনী ফল ঘোষণার পর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু জয়লাভ করেন। পরে তার সমর্থকরা দেওশ্রী বাজারে গিয়ে বিজয় মিছিল করলে নৌকার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে নুরুল আমীনসহ অন্তত ১২ জন আহত হন।'
'তাদের প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নুরুল আমীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ বিকেলে তিনি মারা যান', যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
Comments