পাবনায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনার ভাঙ্গুরায় গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে ভাঙ্গুরা উপজেলার দিলপাশরা ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে 'গরুচোর' সন্দেহে তাদের আটকের পর গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

স্থানীয়দের বরাতে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ভোর রাতে গুমানি নদী দিয়ে নৌকায় করে গরু চুরি করে পালানোর সময় বেতুয়ান গ্রামে ওই তিন জনকে আটক করে উত্তেজিত মানুষ।

এ সময় তাদের পিটুনি দিলে তিন জন মারা যান। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

ভাঙ্গুরা থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানান ওসি।

Comments