গণতন্ত্রী পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে: সুপ্রিম কোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট গণতন্ত্রী পার্টির দুই পক্ষের প্রার্থীরা অংশ নিতে পারবেন।
আজ বুধবার সুপ্রিম কোর্ট তাদের প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন।
নির্বাচন কমিশনের আইনজীবী আশফাকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম গণতন্ত্রী পার্টির প্রার্থীদের একই প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি এ সংক্রান্ত দুটি পৃথক আবেদন আমলে নিয়ে এই আদেশ দেন।
গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ইসির এই সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ওই আদেশ চ্যালেঞ্জ করে গত ১৮ ডিসেম্বর কমিশন একটি আবেদন করেছিল।
একই আদেশে হাইকোর্ট বিভাগ ব্যারিস্টার মো. আরশ আলীর নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে মনোনীত সাত প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন।
আরেকটি আবেদন করেছিলেন গণতন্ত্রী পার্টির আরেক অংশের নেতা ডা. শাহাদাত হোসেন।
তার অংশের তিন প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়েছিলেন শাহাদাত, বলেন আইনজীবী আশফাকুর রহমান।
তিনি বলেন, দলটির অনুমোদিত কেন্দ্রীয় কমিটি না থাকায় গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশন গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।
দুই পক্ষে বিভক্ত দলটি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ জন প্রার্থী দিয়েছে।
আরশ আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির।
Comments