গাজীপুরে কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে একটি কাভার্ড ভ্যানে সকালে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের ভোগরা জাজর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকালে ভোগরা জাজর এলাকায় রবি ঠাকুর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুর ভোগরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ৭টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখানে আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

তিনি বলেন, কাভার্ড ভ্যানটি পুড়ে গেলেও এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তা মাসুদ মিয়া জানান, কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

Comments