সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি সোনা জব্দ

gold seized at sylhet
জব্দকৃত সোনা। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি সোনা জব্দ ও চারজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি (বিজি-২৪৮) আজ শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করলে তাতে তল্লাশি চালিয়ে নিচের সিট ও ওয়াশরুম থেকে এসব সোনা জব্দ করেন।

বিমানবন্দরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার সাজেদুল করিম এক প্রেস ব্রিফিংয়ে সোনা জব্দ ও চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, '৩২ কেজি ৭৬০ গ্রাম ওজনের ২৮০টি সোনার বার ও এক কেজি ৫৯১ গ্রাম ওজনের ছয়টি পেস্ট করা সোনার ডিম উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।'

পাচারের অভিযোগে ফ্লাইটের চার যাত্রীকে আটক করা হয়েছে এবং বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

BGB-BSF border talks begin in New Delhi tomorrow

A four-day director general-level border conference between Border Guard Bangladesh (BGB) and India's Border Security Force (BSF) will begin in India's New Delhi tomorrow

1h ago