মিরপুরে বিআরটিসির ডাবল ডেকারে আগুন

আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার দুপুর আড়াইটায় মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় আগুন দেওয়ার এই ঘটনা ঘটে।

মিরপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহজাহান সরদার দ্য ডেইলি স্টারকে জানান, আগুন লেগেছিল বাসটির উপরের তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।

Comments