মধ্যরাতে ধানমন্ডি ও কালশীতে বাসে আগুন

ধানমন্ডিতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ও কালশীতে ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মিরপুরের কালশীতে রাত ১২টা ১০মিনিটে দিকে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পল্লবী ফায়ার স্টেশন এর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

বাসে আগুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও ও গুলিস্তানে ৫০ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল রোববার ও সোমবার হরতাল ডেকেছে বিএনপি ও এর সমমনা দলগুলো।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago