ঢাকার পরে নারায়ণগঞ্জ ও ভোলায় ২ বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ভোলার চরফ্যাশন এলাকায় আরও দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকার পরে নারায়ণগঞ্জ ও ভোলায় ২ বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আড়াই ঘণ্টার ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ভোলার চরফ্যাশন এলাকায় আরও দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১১টা ৪২ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টা ৫২ মিনিটে আদমজী ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

অন্যদিকে রাত ১১টা ৪২ মিনিটে ভোলার চরফ্যাশনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে চরফ্যাশন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

এর আগে শনিবার রাত ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস কোম্পানির একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, সায়েদাবাদে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

এরপর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago