মিয়া আরেফির সঙ্গে থাকা সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী গ্রেপ্তার

গত শনিবার সন্ধ্যায় মিয়া আরেফি (গোলাপি রঙের শার্ট পরিহিত) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে চৌধুরী হাসান সারওয়ার্দী (আকাশী রঙের শার্ট পরিহিত) ও বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। ছবি: স্টার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে গত শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যাওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারের পর চৌধুরী হাসান সারওয়ার্দীকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।'

আজ গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে চৌধুরী হাসান সারওয়ার্দীর বিষয়ে জানতে চান এক সাংবাদিক। তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'তাকে ছাড়া হবে না। ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, গ্রেপ্তার করা হবে। তাকে খোঁজ করা হচ্ছে। তাকে ঠিকই ধরা হবে এবং জিজ্ঞেস করা হবে যে সে কেন এ রকম ফ্রড করল।'

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরপরই চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের খবর জানা গেল।

গত শনিবার সন্ধ্যায় মিয়া আরেফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

পরে রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

45m ago