আপন জুয়েলার্সের ২ মালিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার সিদ্ধান্ত দুদকের

আপন জুয়েলার্স। ছবি: সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জনসহ তথ্য গোপনের অভিযোগে আপন জুয়েলার্সের ২ মালিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিম ও আজাদ আহমেদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করা হবে।

মামলার খসড়া নথি অনুযায়ী, দুদক জানতে পেরেছে যে জ্ঞাত আয়ের বাইরে ১৬ কোটি ১৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন আজাদ।

অপরদিকে দিলদার ৬৪ লাখ ৬৪ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং অজ্ঞাত উৎস থেকে ৫৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছেন।

২০১৮ সালের ৬ জুন দিলদারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তদন্তের পর সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য একটি নোটিশ জারি করা হয়। ২ জুলাই তিনি সম্পদ বিবরণী জমা দেন।

অপরদিকে, আপন জুয়েলার্সের আরেক মালিক আজাদ আহমেদকে সম্পদের বিবরণী জমা দিতে ২০১৮ সালের ৫ জুন আদেশ জারি করে দুদক। পরের মাসের ৭ জুন সম্পদ বিবরণী জমা দেন তিনি।

উভয়ের সম্পদের বিবরণী পর্যালোচনা ও অনুসন্ধান করে দুদক মামলার সিদ্ধান্ত নিয়েছে।

Comments