কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা: ২ যুবলীগকর্মী গ্রেপ্তার
কুমিল্লায় গত শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় ২ যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন-কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার বাসিন্দা মহসিন আহমেদ শিপন (৩৫) ও মোগলটুলি এলাকার নূর মোহাম্মদ স্বপন (৪০)।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে ধাওয়া করে বাহার সমর্থিত মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলায় অদ্বৈত দাস, তন্ময় দাস, সুশীল দাস, কালিপদ পালসহ আরও ২০-৩০ জন আহত হন বলে জানান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বক্সি।
এ ঘটনায় গতকাল রোববার স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের ৪০০-৫০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।
এ মামলায় আজ সোমবার গ্রেপ্তার শিপন ও স্বপন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
Comments