কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত মুসাব্বির হোসেন চৌধুরী (২৫) রাজধানীর দক্ষিণখানের কসাই বাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।
নিহত মুসাব্বির হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন

নিহত মুসাব্বির হোসেন চৌধুরী (২৫) কসাইবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন।

নিহতের বন্ধু আশিক হোসেন ডেইলি স্টারকে জানান, মুসাব্বিরের অফিস বসুন্ধরা আবাসিক এলাকায়। সন্ধ্যা ৭টার দিকে অফিস থেকে কসাইবাড়িতে বাসার সামনে আসেন। 

সেখানে পার্শ্ববর্তী গাওয়াই এলাকা ও কসাইবাড়ির ২ গ্রুপের কিশোরদের মধ্যে ঝগড়া চলছিল। মুসাব্বির তাদের ঝগড়া থামাতে গেলে একজন তার বুকে ছুরি দিয়ে আঘাত করে।

আহত অবস্থায় মুসাব্বিরকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, 'আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।'

তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো আটক বা গ্রেপ্তার নেই বলে জানান তিনি।
 

Comments