৩ সন্তানকে কীটনাশক খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
সুনামগঞ্জে তিন সন্তানকে বিষাক্ত কীটনাশক খাওয়ানোর পর নিজেও তা পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক নারী।
এতে তিন সন্তান মারা গেলেও ওই নারী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যমুনা বেগম শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। মারা যাওয়া তিন শিশু হলো- সাকিবা (১৪), তামজিদ (১৩) ও শাহেদ (৮)। এ ঘটনায় জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'যমুনার স্বামী জাহাঙ্গীর পেশায় জেলে এবং পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিল। আজ যমুনার সঙ্গে জাহাঙ্গীরের ঝগড়া হয়। পরে তিনি মাছ ধরতে চলে গেলে তিন সন্তানকে কীটনাশক খাইয়ে নিজেও তা পান করেন যমুনা।'
উপজেলার ফেনারবাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য একলিমুর রাজা চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'শনিবার রাতে ও রোববার সকালে যমুনা-জাহাঙ্গীরের ঝগড়া হয়। জাহাঙ্গীর মাছ ধরতে গেলে সন্তানদের নিয়ে বিষ পান করেন যমুনা। পরে শিশুদের কান্না শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টার দিকে মা ও তিন সন্তানকে হাসপাতালে নিয়ে আসা হয়, ততক্ষণে শিশুদের মৃত্যু হয়েছে। মাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
এ ঘটনায় জামালগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় যমুনার স্বামী জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।
Comments