বেনাপোলের স্বর্ণ ও অস্ত্র চোরাকারবারি ‘গোল্ড নাসির’ আটক

নাসিরের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিনটি রিভলভার ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলের স্বর্ণ ও অস্ত্র চোরাকারবারি নাসির উদ্দিন ওরফে গোল্ড নাসিরকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার বিকেলে শার্শার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিনটি রিভলভার ও ১৯ রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

সন্ধ্যায় র‌্যাব-৬ খুলনা কার্যালয়ে ব্রিফিংয়ে র‌্যাবের অধিনায়ক ফিরোজ কবির জানান, নাসির উদ্দিন বেনাপোলের পুটখালি গ্রামের বুদো সর্দারের ছেলে। তিনি আইনপ্রয়োগকারী সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড স্বর্ণ ও অস্ত্র চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।

নাসির উদ্দিনকে অনেকদিন ধরে খুঁজছিল আইনপ্রয়োগকারী সংস্থা। বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

33m ago