কপিরাইট আইনে মামলা করলেন শাফিন আহমেদ

শাফিন আহমেদ, কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, মামলা, কপিরাইট আইন লঙ্ঘন, মাইলস ব্যান্ড,
শাফিন আহমেদ। স্টার ফাইল ফটো

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুন নবী ও পরিচালক আসিফুন নবীর বিরুদ্ধে মামলা করেছেন।

আজ সোমবার আদালতে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নেন।

তিনি আগামী ৫ নভেম্বর অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা চাওয়ার জন্য তাদের তলব করা হয়েছে।

অভিযোগে বলা হয়, কাইনেটিক নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে তাদের ইউটিউব, আমাজান, ওয়েলকাম টিউনস ও অ্যাপল মিউজিকে শাফিনের শতাধিক গান ব্যবহার করছেন। কিন্তু, এজন্য তারা শাফিন আহমেদের অনুমতি নেননি, যা বাংলাদেশের কপিরাইট আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

Comments

The Daily Star  | English
Nahid Islam on India-Bangladesh relations

Anti-Bangladesh politics will not serve India's interests: Nahid

Calls on 'Indian elites' to cease false propaganda against Bangladesh

2h ago