আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৌরকর পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ডিএসসিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর গতকাল বুধবার এ আদেশ দেন।
আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য আগামী ৩০ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিজ্ঞপ্তিতে জানান, ডিএসসিসির ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কিস্তি হতে ২০১৯-২০ অর্থবছরের চতুর্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা পৌরকর পরিশোধ করেনি আজাদ প্রোডাক্টস।
Comments