চট্টগ্রাম

ম্যাজিস্ট্রেটকে ঘুষ সাধার অভিযোগে কনস্টেবল প্রত্যাহার

ম্যাজিস্ট্রেটকে ঘুষ সাধার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম আদালতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল দুলাল মিয়া আদালত ভবনে বায়েজিদ থানার জিআরও সেকশনে কাজ করতেন।

সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) এ এস এম হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুলালকে দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আগামীকাল ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় ব্যবস্থা নেবেন।'

চট্টগ্রাম আদালতের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, বিকেলে দুলাল একটি ফাইল নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের কক্ষে প্রবেশ করেন। একজন আসামির জামিনের জন্য একটি খামে মোড়ানো টাকাসহ তিনি ম্যাজিস্ট্রেটের সামনে ফাইলটি রাখেন। বিষয়টি ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে কর্মকর্তারা সেখানে ছুটে আসেন। পরে ওই কনস্টেবলকে আদালত থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনসে সংযুক্ত করে দেওয়া হয়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ এস এম মাহতাব উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'একজন কনস্টেবলকে আদালত থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ অফিসিয়াল কাজ বন্ধ থাকায় আমরা আগামীকাল বিষয়টি দেখব।'

Comments

The Daily Star  | English
Nahid Islam on India-Bangladesh relations

Anti-Bangladesh politics will not serve India's interests: Nahid

Calls on 'Indian elites' to cease false propaganda against Bangladesh

2h ago