সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, সর্তক র‍্যাব

র‍্যাব

সারাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ মঙ্গলবার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, 'বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাবও কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। আমাদের আইটি বিশেষজ্ঞরা এটি নিয়ে কাজ করছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

Taskforce report: 8 mega projects cost $7.5b more for graft, delay

The costs of eight mega projects soared by a staggering 68 percent, or $7.52 billion from the initial estimation, mainly due to poor and faulty feasibility studies, corruption, and delays in launch, according to the report of a government-formed task force.

8h ago