২ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ: ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক রাফি মো. নাজমুস সাদাত বাদী হয়ে সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহা, সাবেক হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল হান্নান ও অফিস সহকারী কাজী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা দেখিয়েছেন যে, তারা ২২টি ভিন্ন খাতে ২ কোটি ৪০ লাখ ৯২ হাজার ৯০৭ টাকা ব্যয় করেছেন। কিন্তু, তদন্তে কর্মকর্তারা এসব খাতের কোনো অস্তিত্ব খুঁজে পাননি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago