মা-বাবাকে অপমানের প্রতিবাদ করায় ছেলেকে হত্যা

নিহত জিন্নাহ প্রামানিক। ছবি: সংগৃহীত

মা-বাবাকে গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের ধরলো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বগুড়া সদর উপজেলার ২৫ বছর বয়সী এক যুবক।

নিহত জিন্নাহ প্রামানিক বগুড়া সদর উপজেলার বড় কুমিড়ার খোরশেদ প্রামানিকের ছেলে। পেশায় তিনি পোশাক শ্রমিক।

আজ রোববার বিকেল ৫টার দিকে বড় কুমিড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে প্রতিবেশী জিলহকের সঙ্গে রাস্তায় সকালে হাঁটা নিয়ে জিন্নাহর মায়ের কথা কাটাকাটি হয়। এ সময় জিন্নাহর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জিলহক। জিন্নাহর বাবা প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিন্নাহ আজ চট্টগ্রাম থেকে বাড়িতে এসে এই ঘটনার প্রতিবাদ জানাতে জিলহকের বাসায়। সেখানে এক পর্যায়ে কাঠ কাটার বাটাল দিয়ে জিন্নাহর বুকে আঘাত করে পালিয়ে যান জিলহক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে ওসি বলেন, 'আমরা জিলহককে আটকের জন্য অভিযান পরিচালনা করছি।'

তিনি জানান, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago