অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত

বিটিআরসিকে অবিলম্বে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন; বিশেষ করে স্পোর্টস চ্যানেলসহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে অনলাইনে বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংককে বিকাশ ও নাগদসহ সব মোবাইল আর্থিক পরিষেবা প্রদানকারী; যেগুলো সমস্ত বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয় তাদের গেটওয়ে এবং চ্যানেলগুলো বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী মিফতাউল আলম ও সুমিত কুমার সরকারের জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন মেহজী।

 

Comments

The Daily Star  | English

Vandalism, arson spread

Houses of Awami League leaders were attacked and torched, and murals and busts of Bangabandhu Sheikh Mujibur Rahman were demolished and defaced in nearly two dozen districts yesterday.

14h ago