চালক মসজিদে গেলে অটোরিকশা চুরি করে নিতেন তারা
পটুয়াখালীতে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ৪টি অটোরিকশাও উদ্ধার করা হয়।
বেশিরভাগ ক্ষেত্রে চালক নামাজ পড়তে মসজিদে গেলেই রিকশা চুরি করে নিত চক্রটি। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই গ্রামের হুমায়ুন কবির (২৬), বাউফল উপজেলার বিভিন্ন গ্রামের মো. শামীম (২৮), মো. লিমন মীর (৪০), মো. আলাল সিকদার (৩৫), মো. হাসান সিকদার (২৮), মো. হারুন মৃধা (৪০) ও ভবরঞ্জন বৈরাগী (৪০)।
আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, 'গত ২২ জুন সন্ধ্যায় এক চালক তার অটোরিকশাটি পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় একটি মসজিদের সামনে রেখে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যান। নামাজ থেকে বের হয়ে তিনি রিকশাটি পাননি। নামাজের ফাঁকে চক্রটি এটি চুরি করে।'
পরে ভুক্তভোগী চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে চক্রের সদস্য হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চক্রের অপর সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ভবরঞ্জন বৈরাগীর গ্যারেজ থেকে ১টি, হারুনের কাছ থেকে ২টিসহ মোট ৪টি চোরাই অটোরিকশা জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার।
Comments