ছেলের সামনে বাবাকে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

Ex_MP_M_A_Awal.jpg
সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আউয়াল।’

এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

র‌্যাব মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৪টায় কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

1h ago