সাংবাদিক নাদিম হত্যা: ৯ আসামি রিমান্ডে
জামালপুরে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্র জানিয়েছে, ৫ জনের ৩ দিন করে এবং ৪ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী গণমাধ্যমকর্মীদের জানান, রাষ্ট্রপক্ষ প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত মো. গোলাম কিবরিয়া সুমন, মো. মিলন, মো. তোফাজ্জল ও আয়নাল হকের ৪ দিন করে এবং মো. কফিল উদ্দিন, মো. ফজলু মিয়া, মো. শহিদ, মো. মকবুল, ও মো. ওয়াহেদুজ্জামানের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বুধবার রাতে ইউপি চেয়ারম্যান বাবুর সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়ে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম।
গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি জামালপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন।
Comments