উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
আজ সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত বশির আহম্মদ (১৯) ওই ক্যাম্পের রহমত উল্যাহর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ওই ক্যাম্পে অস্ত্রধারী কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী প্রবেশ করে বশিরকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ঘটনাস্থলে টহল বাড়ানো হয়েছে।'
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম ৪ মাসে রোহিঙ্গা সংশ্লিষ্ট ৩২টি হত্যা মামলা, ১২টি হত্যাচেষ্টা মামলা হয়েছে। হত্যার ঘটনা ঘটেছে ৩৫টি।
Comments