ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ মামলার যুক্তিতর্ক শুনানির দিন পুনর্নির্ধারণ

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের জেল

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ৪ আসামির বিরুদ্ধে শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- বাবুল চিশতীর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান।

এদের মধ্যে বাবুল চিশতী ও রাশেদুল চিশতী কারাগারে এবং মাসুদুর রহমান ও রুজী চিশতী জামিনে মুক্ত রয়েছেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাইলে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক আরাফাত হোসেন এ দিন ধার্য করেন।

এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৯ সালের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক শামসুল আলম ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

তদন্তকারী কর্মকর্তা ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদের নাম বাদ দেন, কারণ তারা ইতোমধ্যে মারা গেছেন।

২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক। 

 

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago