রাষ্ট্রপতি নির্বাচন: লিভ টু আপিল খারিজ, আবেদনকারীকে দিতে হবে ১ লাখ টাকা

মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করেছেন আদালত। একইসঙ্গে আবেদনকারী আইনজীবী এমএ আজিজ খানকে খরচা বাবদ ১ লাখ টাকা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

তবে পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ না হওয়ায় আদেশের বিস্তারিত এখনো জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে এমএ আজিজ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আপিল বিভাগ কেন ১ লাখ টাকা খরচা দিতে বলেছেন, আমি তা জানি না।'

'সুপ্রিম কোর্টের আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আমি এ বিষয়ে পরবর্তী উদ্যোগ নেব', বলেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

7h ago