চট্টগ্রামে ৩০ লাখ টাকার মোটর পার্টস চুরি, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের বন্দর এলাকায় একটি মোটর পার্টস গোডাউনের দরজা কেটে ৩০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে চোর চক্রের কাছ থেকে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আবুল হোসেন (৩০), মো. ওমর ফারুক সাগর (২৬), মো. আনোয়ার হোসেন (৪০) এবং আব্দুর রহমান (২৮)।
পুলিশ জানিয়েছে, গোডাউন থেকে মালামাল চুরি করে সেগুলোর একটি অংশ আরেক দোকানে গিয়ে বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে দেন তারা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে জানান, বন্দর থানাধীন মুনির নগর চৌচালা এস এস অটোমোবাইলসের গোডাউন থেকে মঙ্গলবার রাতে দরজা কেটে ৩০ লাখ টাকার মাল নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নামলে প্রথমে আনোয়ারকে শনাক্ত করা হয়। তার স্বীকারোক্তি মতে বাকিদের গ্রেপ্তার করে পুলিশ।
`বাজারের চেয়ে কম মূল্যে কিছু মালামাল তারা বিক্রি করেছে। পরে নগরীর দেওয়ানহাট এলাকার গাড়ির মার্কেটের দোকান থেকে ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ', বলেন তিনি।
আসামিদের মধ্যে আবুল হোসেনের নামে ৪টি চুরি ও মাদকের মামলা রয়েছে বলে জানান ওসি।
Comments