দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না: আইনমন্ত্রী

আজ বুধবার ধানমন্ডিতে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'আমি দ্ব্যর্থহীন ভাষায় একটি কথা বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে না।'

আজ বুধবার ধানমন্ডিতে মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, 'মিস ইউজ ও অ্যাবিউসের কথা যখন বলা হচ্ছিল তখন আমি, স্বরাষ্ট্রমন্ত্রী; এই প্রথা এখনো আমরা চালিয়ে যাচ্ছি, এখন ডিজিটাল সিকিউটিরি অ্যাক্টে মামলা হলেই যে মামলা গ্রহণ করা হয়—তা না। এখন এটাকে একটা সেলে পাঠানো হয়। এই সেলটা আইসিটি অ্যাক্টের মধ্যে একটা সেল ছিল, সেই সেলটাকে এখন কার্যকর করে এসব অভিযোগ প্রথমে আমরা ওখানে পাঠাই। এটা যদি ডিজিটাল সিকিউটিরি অ্যাক্টে আমলযোগ্য হয় তখনই এটাকে এফআইআর হিসেবে বা কোর্টে মামলা হিসেবে গ্রহণ করা হয়।'

'নির্দেশনা দেওয়া আছে, মামলা হতে পারে এ রকম কিছু প্রতিষ্ঠিত না করা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে,' বলেন আনিসুল হক।

আলোচনার মধ্য দিয়ে প্রেস কাউন্সিল আইন পাস করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, 'সব অংশীজনের সঙ্গে কথা বলাটা আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি এটা কথা বলে যাব। আমার মনে হয়, যে আইন, বিশেষ করে প্রেস কাউন্সিল আইন; আমি যতদূর শুনেছি তথ্য মন্ত্রণালয় অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। সেখানে সংবাদ মাধ্যমের কিছু বক্তব্য বোধ হয় এখনো রয়ে গেছে, আমি মনে করি সেটা নিয়েও আলাপ-আলোচনা করা হবে। সেটা এই পর্যায়ে না হলেও সংসদীয় স্থায়ী কমিটিতে যেটা আগেও হয়েছে, সেভাবে আলোচনা করা হবে। আলোচনার দার সব সময় উন্মুক্ত। আমরা আলোচনা করেই এই আইন পাস করব। আমরা আলোচনা না করে, কাউকে ব্রাশ এ সাইড করে এই আইন পাস করব না।'

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

9h ago