দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরগুনা

বরগুনায় পূর্ব বিরোধের জেরে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পনু মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন ৬ জন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বরগুনা বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, পাকুরগাছিয়া এলাকায় দলবল নিয়ে স্থা্নীয় ঠান্ডা গ্রুপের লোকজনের ওপর হামলা চালায় পনু গ্রুপ। ঠান্ডা গ্রুপের লোকজন রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। পরে পনু গ্রুপের প্রধান সাবেক ইউপি সদস্য পনু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে পনু ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, পনুর সমর্থকদের হামলায় ঠান্ডা বাহিনীর প্রধান ঠান্ডা মিয়াসহ কয়েকজন গুরুতর জখম হন।

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

24m ago