দুদকে জাহাঙ্গীরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

জাহাঙ্গীর
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আসন্ন সিটি নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আয়কর রিটার্নে সম্পদ ও তথ্য গোপন করার অভিযোগ জানানো হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

গাজীপুর সিটি নির্বাচনে গণফ্রন্ট সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পদের তথ্য গোপন করেছেন, যা তারই নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন ও বিবরণীতে সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গড়মিল দেখা গেছে। 

অভিযোগে আতিকুল বলেন, 'গাজীপুর মহানগরের ছয়দানা-হারিকেন এলাকায় তার বাড়ির আধুনিক লিফট, ২ ডজন এসি, ফ্রিজ, টিভি, কম্পিউটার, ল্যাপটপসহ ইলেকট্রনিক সামগ্রী দেখিয়েছেন মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকার। আর কনফারেন্স টেবিল ও অর্ধশত চেয়ার, আলিশান খাট, রাজকীয় সোফাসহ আসবাবপত্র দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকার। এতে ৫ কোটি টাকার গড়মিল বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।'

অভিযোগে আরও বলা হয়, আয়কর অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়কর রিটার্নে ব্যাপক গড়মিল করেছেন।

জানতে চাইলে দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মোজাহার আলী সরদার ডেইলি স্টারকে বলেন, 'জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ পেয়েছি। আমাদের এখানে বাছাই কমিটি আছে। তাদের বাছাইয়ের পর অভিযোগ তদন্তযোগ্য হলে সুপারিশ নিয়ে অনুমোদনের জন্য ঢাকা পাঠানো হবে।'

তিনি আরও বলেন, 'ঢাকা থেকে যাচাই শেষে যদি ইনকোয়ারিংয়ের যোগ্য হয়, তাহলে আমাদের অনুমতি দেবে। পরবর্তীতে আমরা এ অভিযোগের বিষয়ে আমাদের কার্যক্রম শুরু করব।'

অভিযোগের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

Comments

The Daily Star  | English

Pope Francis dies at 88

His death came just a day after he delighted the crowds of worshippers at the Vatican on Easter Sunday with an appearance on the balcony at Saint Peter's Basilica.

51m ago