ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনকে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. রেজাউল ইসলাম পাঠান, মিলন হোসেন ও মধু মল্লিক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক কারবারি অস্ত্রসহ অবস্থান করছে। ওই রাতেই র‌্যাব রেজাউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভালবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র, ১ সেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। এ সময় র‌্যাব আসামিদের আটক করে।

এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা করে র‌্যাব ।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর করে কারাদণ্ড দেন আদালত।

আসামিদের মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক আছেন।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago