চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, আ. লীগ নেতা গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

চুরির অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৪ বছর বয়সী এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগে আওয়ামী লীগ শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুল আলমের বাড়ি উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী গ্রামে। তিনি ভোটমারী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গোলাম রসুল বলেন, 'গত ২ এপ্রিল দুপুরে গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন শিশুটি একটি নলকূপের যন্ত্রাংশ চুরি করেছে। পরবর্তীতে ইউপি সদস্য শামসুল আলমের নেতৃত্বে ওই শিশুকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়। নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।'

শিশুটি বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শিশুটির মামা ডেইলি স্টারকে বলেন, 'আমার বোন মানসিক প্রতিবন্ধী। আমার ভাগনের বয়স যখন ৭ বছর ছিল, তখন সে নিখোঁজ হয়ে যায়। ভাগনে আমার বাড়িতেই থাকে। সে চুরির সঙ্গে জড়িত হতে পারে না। সে কখনো চুরি করেনি। অথচ চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার সারা শরীরে আঘাতের চিহ্নগুলো এখনো স্পষ্ট রয়েছে।'

গোলাম রসুল আরও বলেন, 'শিশুটির মামার লিখিত অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও ৪-৫ জন জড়িত ছিলেন। তারা বর্তমানে পলাতক, তবে তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

4h ago