পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ: ৩টি বিষয় বিবেচনায় প্রথম আলোর সম্পাদককে আগাম জামিন

প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে ৩টি বিষয় বিবেচনায় আগাম জামিন দিয়েছেন আদালত।
জামিন আদেশ পাওয়ার পর আদালত চত্তরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: পলাশ খান/স্টার

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে ৩টি বিষয় বিবেচনায় আগাম জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের দেওয়া ৬ সপ্তাহের আগাম জামিনের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে।

তাতে উল্লেখ করা হয়েছে, ব্যতিক্রম ও বিশেষ পরিস্থিতিতে আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে ৩টি শর্ত পূরণ হওয়া আবশ্যক।

কোনো ব্যক্তিকে অকারণে হয়রানি বা রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য মামলা দায়ের; কোনো ব্যক্তি জামিন চাইতে নিম্ন আদালতে যেতে শারীরিকভাবে অক্ষম এবং নিম্ন আদালতে যাওয়া তার জন্য নিরাপদ না—এমন ক্ষেত্রে আগাম জামিন দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে পূর্ণাঙ্গ আদেশে।

রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত রোববার হাইকোর্ট বিভাগ থেকে জামিন পান প্রথম আলোর প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান।

এছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে মতিউর রহমানকে আদেশ দিয়েছেন আদালত।

Comments

The Daily Star  | English
battery-run rickshaws in Dhaka

Banning rickshaws may not be the big traffic solution

Dhaka’s traffic is a complicated problem that needs multifaceted efforts to combat it.

49m ago