ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী আহত

স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা মহানগরের বাড্ডা এলাকায় ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী অপূর্ণা আক্তার ইতি আহত হয়েছেন।

আজ সোমবার সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ইতি ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। রাতেই তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।'

'আমরা জানতে পেরেছি ২ জন ছিনতাইকারী তাকে কুপিয়ে আহত করেছেন। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে,' বলেন আজাদ।

Comments

The Daily Star  | English

Curfew in Gopalganj from 8:00pm

It will be in effect until 6:00pm tomorrow

37m ago