অপরাধ ও বিচার

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল ২ স্কুলশিক্ষার্থীর

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে পটুয়াখালীর বাউফলে ছুরিকাঘাতে ২ স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে পটুয়াখালীর বাউফলে ছুরিকাঘাতে ২ স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাফিস (১৫) ইন্দ্রকুল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে এবং নিহত সিয়াম (১৫) একই গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। তারা ২ জনই ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বাউফল থানার ওসি আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, বিকেলে স্কুল ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে নাফিস ও সিয়ামের সঙ্গে একই স্কুলের নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সিনিয়র-জুনিয়র নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। ঘটনার এক পর্যায়ে নবম শ্রেণির কয়েকজন নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাফিস ও সিয়ামকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ২ জনেই মারা যায়।

পুলিশ এবং স্থানীয়রা আক্রমণকারীদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, 'ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আক্রমণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।'

Comments