দিনে দোকানের কর্মচারী, রাতে ছিনতাইকারী
রাজধানীতে চাকু ও রডসহ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর-১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দিনের বেলায় দোকানে কাজ করতেন এবং রাতে একসঙ্গে ছিনতাই করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহাদাত আলী স্বপ্ন (২৬), মো. সাকিব (১৮), মো. আল আমিন ওরফে মাহিম ওরফে নিনজা (২০), মো. অন্তু (২৪) ও মো. স্বাধীন বোকাউল (২২)।
তাদের মধ্যে শাহাদত আলী স্বপ্ন দিনের বেলা জুতার দোকানে, মো. আল-আমিন নিনজা নান্নু মার্কেটে প্যান্ট-শার্টের দোকানে, সাকিব ওয়ার্কশপ শ্রমিক এবং অন্তু ডেকোরেটর দোকানে কাজ করতেন। স্বাধীন বোকাউল অটোরিকশাচালক।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মিরপুর-১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এসব চাকু ও রডের ভয় দেখিয়ে তারা ছিনতাই করেন।'
মোহাম্মদ মহসিন জানান, বিভিন্ন থানায় শাহাদতের নামে ৫টি মামলা, সাকিবের নামে ৩টি মামলা, অন্তু ও নিনজার নামে ২টি করে মামলা এবং স্বাধীনের নামে একটি মামলা আছে।
Comments