সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

১৩ বিএনপিপন্থী আইনজীবীর আগাম জামিন

বাংলাদেশ হাইকোর্ট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থী ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৮ সপ্তাহ অথবা মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাদেরকে আগাম জামিন দেওয়া হয়।

গত ১৫ ও ১৬ মার্চ এসসিবিএ নির্বাচনের ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং ভাঙচুরের অভিযোগে এসব মামলা করা হয়। গত ১৫ ও ১৬ মার্চ এসসিবিএ নির্বাচন পরিচালনা উপকমিটি, প্রশাসন ও পুলিশ শাহবাগ থানায় ৩টি মামলা দায়ের করে।

আজ সোমবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিযুক্ত আইনজীবীদের আগাম জামিনের ৩টি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

জামিন আবেদনের শুনানির সময় অভিযুক্ত আবেদনকারীরা হাইকোর্টের বেঞ্চের সামনে হাজির হন।

আসামিদের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ।

 

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

9h ago