থানচিতে শ্রমিক গুলিবিদ্ধ, পুলিশের ধারণা কেএনএফ জড়িত
বান্দরবানের থানচিতে দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় ১ জন গুলিবিদ্ধ ও ৪ জন নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
আজ শনিবার বিকেল ৩টায় থানচি লিটক্রে সড়ক থেকে প্রায় ২২ কিলোমিটারে দূরের থামলক পাড়ায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা কেএনএফের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও সড়ক নির্মাণের জন্য ইট নিয়ে শ্রমিকরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী ২টি ট্রাককে লক্ষ্য করে ১০ থেকে ১৫ জনের একটি দল গুলি চালায়। গুলিতে আহত হন মো. জালাল (৩০)। ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে আহত হয়েছেন মো. ফোরকান (২৯)। তাদের সঙ্গে থাকা ৪ শ্রমিক এখনো নিখোঁজ।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা আহত ২ শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) ও রুবেল (৩০) নামে ২ জনের নাম জানা গেলেও বাকি ২ জনের নাম এখনো জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, 'নিখোঁজ ৪ শ্রমিককে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।'
'আহতরা সশস্ত্র সন্ত্রাসীদের যে বিবরণ দিয়েছেন, তা থেকে তারা কেএনএফের সদস্য বলে ধারণা করা হচ্ছে', বলেন তিনি।
Comments