সাভার

স্ত্রী-সন্তানের সামনে যুবককে হত্যা: ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে স্ত্রী-সন্তানের সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাসেল শেখ (২৩), মো. তুহিন (২২) ও  সানি ওরফে শুভ(২০)।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত শুক্রবার ভোরে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রাজালাখ ফার্ম এলাকায় এসে নামার পর ছিনতাইকারীর হামলার শিকার হন সোহেল মিয়া (২৫)। সে সময় ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সোহেল নিহত হন।

এসপি মো. আসাদুজ্জামান বলেন, 'শুক্রবার ভোরে সোহেল তার স্ত্রী ও দেড় বছর বয়সী সন্তানকে নিয়ে রংপুর থেকে বাসযোগে সাভার মডেল থানাধীন রাঙ্গাবন নার্সারির সামনে নামেন। সে সময় ৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী ছুরি দিয়ে ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সোহেল ওই টাকা ফিরিয়ে নিতে হাতাহাতিতে লিপ্ত হলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।'

পরে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২টি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান এসপি।

Comments