ছিনতাইয়ে বাধা, স্ত্রী-সন্তানের সামনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকার সাভারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। 

আজ শুক্রবার ভোরে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রাজালাখ ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সোহেল মিয়া (২৬) রংপুরের বদরগঞ্জ উপজেলার সাকুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারের মজিদপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ওসি জানান, ভোরে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি রংপুর থেকে আসা একটি বাস থেকে সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রাজালাখ ফার্ম এলাকায় নামেন সোহেল মিয়া। সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এ সময় সোহেল বাধা দিলে ছিনতাইকারীরা সোহেল এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি দীপক চন্দ্র সাহা আরও বলেন, 'ছিনতাই ও হত্যার  সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

ACC team to open Bangladesh Bank lockers of 300 officials 

The eight-member team, led by ACC Director Sayemuzzaman, reached the central bank around 12:30 pm today to conduct the search.  

18m ago