ধর্ষণ মামলায় কারাগারে আ. লীগের সাবেক এমপি

খন্দকার আজিজুল হক আরজু। ছবি: সংগৃহীত

পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার আজিজুল হক আরজুকে ধর্ষণ মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

এই মামলায় জামিন চেয়ে আত্মসমর্পণ করার পরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম শামসুন্নাহার এই আদেশ দেন।

এর আগে গত ১৬ জানুয়ারি একই ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন।

বিচারক আজও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এর আগে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ৫ জানুয়ারি এই মামলায় তদন্তের পরে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয়।

গত বছরের ১৯ এপ্রিল একজন শিক্ষানবিশ নারী আইনজীবী পাবনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা করেন।

ট্রাইব্যুনাল অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Titumir college: Govt will not take any hasty decision

Education adviser says declaring a college as university is not logical demand

17m ago