কুষ্টিয়ায় স্বামীকে মারধরের পর বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে মারধর করে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মন্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। তাদের বাড়ি ওই উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানিয়েছে, গত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ পেয়েছেন। ইতোমধ্যে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ওই নারী একটি হোটেলে রান্না করেন। পুলিশ জানিয়েছে, গতরাতে কাজ শেষে স্বামীর সঙ্গে রুবেল আলীর ভ্যানে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, 'জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। ওই দম্পতির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।'

আব্দুর রব তালুকদার বলেন, 'ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।'

Comments