বেনাপোলে ইউপি সদস্যসহ জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী পুটখালি গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুটখালি ইউনিয়ন পরিষদের একজন সদস্যও আছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বেনাপোল পোর্ট থানার পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে। পরে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর ইট-পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায় তারা। পুলিশ এ সময় অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আজ রোববার দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
Comments